রাজউকের দুর্নীতির কারণে ঢাকার ৭০ শতাংশ ভবন ঝুঁকিপূর্ণ: ডা. জাফরুল্লাহ

Slider বাধ ভাঙ্গা মত

সরকারের দুর্নীতি আর স্বজন প্রীতির কারণে দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ বুধবার এক শোকবার্তায় তিনি এ কথা বলেন। শোকবার্তায় জাফরুল্লাহ রাজধানীর সিদ্দিকবাজার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি নিহত প্রত্যেক ব্যক্তিকে ৫০ লাখ টাকা, আহতদের উন্নত চিকিৎসা ও ৩০ লাখ টাকা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘সরকারের দুর্নীতি আর স্বজন প্রীতির কারণে দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যে কারণে বাড়ি-ঘর, বহুতল ভবন, শিল্প কারখানা, নৌ-পথে ভয়াবহ দুর্ঘটনা একের পর এক বেড়ে চলছে। ঢাকা শহরের ৭০ শতাংশ ভবন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর দুর্নীতির কারণে ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পর্যায়ক্রমে দ্রত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামীতে আরও ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে হবে।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিগত কয়েক বছর ধরে ঢাকাসহ সারাদেশে ভয়াবহ বিস্ফোরণে ও অগ্নিকাণ্ডে শত শত মানুষ মৃত্যুবরণ করেছেন এবং ব্যাপক জান-মালের ক্ষয়ক্ষতি হয়েছে। এ সব ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনলে, দুর্ঘটনা এড়ানো যেত। মানুষের জীবনের মূল্য যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখবার কেউ নাই। দেশে গণতান্ত্রিক ও আইনের শাসন থাকলে এর জবাবদিহিতা থাকতো।’

তিনি আরও বলেন, ‘সরকারের ব্যর্থতা বিরোধী দলের ওপর চাপানো একটি ব্যাধিতে পরিণত হয়েছে। সরকার এ ব্যাধি থেকে বেরিয়ে এসে আসল ঘটনার সমস্যা সমাধানে এগিয়ে না আসলে এলে ভয়াবহ পরিণতি সরকারকে বহন করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *