ঝাড়খণ্ডের হাসপাতালে ৫২ নবজাতকের মৃত্যু

Slider সারাবিশ্ব

 

ঝাড়খণ্ডের হাসপাতালে ৫২ নবজাতকের মৃত্যু

গোরক্ষপুরে শিশু মৃত্যুর মিছিলের পর এক মাসও কাটল না।  ঝাড়খণ্ডের জামশেদপুরের মহাত্মাগান্ধী মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ৫২ নবজাতকের মৃত্যু হয়েছে।

গত এক মাসে এসব শিশুরা মারা গেছে বলে জানা গেছে।হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অপুষ্টির কারণে মারা গেছে এরা।  ঝাড়খণ্ডে অবশ্য অপুষ্টির সমস্যা নতুন কিছু নয়।  বিশেষত রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকায় ছেলে-মেয়েদের মধ্যে অপুষ্টি চোখে পড়ার মত।

পরিস্থিতি সামাল দিতে ২০১৫ সালে নিউট্রিশন মিশন ঝাড়খণ্ড নামে একটি ১০ বছরের পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য।  রাজ্যের সবকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলে ডিম দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিআরডি মেডিকেল কলেজে গত ৪৮ ঘণ্টার মধ্যে অন্তত ৩০টি শিশুর মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *