বরিশালে জেলেদের জালে উঠে এল অচেতন যুবতী, হাসপাতালে ভর্তি

Slider ফুলজান বিবির বাংলা
বরিশালে জেলেদের জালে উঠে এল অচেতন যুবতী, হাসপাতালে ভর্তি
বরিশালের কীর্তনখোলা নদীর তালতলা খেয়াঘাট এলাকায় জেলেদের জালে উঠে এসেছে এক অজ্ঞাত অচেতন যুবতী।

বুধবার বিকেলে জেলেদের জালে এক অচেতন যুবতী উঠে আসার খবর পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে।

কোতয়ালী মডেল থানার এএসআই রেজাউল করিম জানান, কীর্তনখোলা নদীতে জেলেদের জালে এক অচেতন নারীকে উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ তালতলা খেয়াঘাট এলাকায় গিয়ে ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই রেজাউল জানান, বুধবার বিকেলে কীর্তনখোলা নদীর তালতলা পয়েন্টে জেলেদের জালে আটকে যাওয়া ওই নারীকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জেলেরা উদ্ধার হওয়া অচেতন নারীর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। পরে তারা তাকে পুলিশে হস্তান্তর করেন। বর্তমানে ওই নারী হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হলে প্রকৃত রহস্য জানা যাবে।

শের-ই বাংলা মেডিকেলের জরুরী বিভাগের চিকিৎসক ডা. দাস রনবীর জানান, বিকেলে কোতয়ালী থানা পুলিশ এক অচেতন যুবতীকে জরুরী বিভাগে নিয়ে এলে তাকে মহিলা মেডিসিন ইউনিটে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে তার জ্ঞান ফিরলেও তিনি কোন কথা বলতে পারেনি। তাই তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *