‘ম্যাচ জিততে প্রতিটি সেশনে ভালো করতে হবে’

Slider খেলা
'ম্যাচ জিততে প্রতিটি সেশনে ভালো করতে হবে'

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে জয়ের জন্য প্রতিটি টেস্টে পুরো পাঁচ দিনই বাংলাদেশকে ভালো করতে হবে বলে মন্তব্য করেছেন টাইগার দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। তার মতে টেস্টে জিততে হলে ম্যাচের প্রতিটি সেশন ও প্রতিটি বল ভালো খেলতে হবে।

বুধবার কোনো অনুশীলন করেনি বাংলাদেশ। বিশ্রামে ছিল টেস্ট দলের সদস্যরা। এরই ফাকে বেসরকারি একটি প্রতিষ্ঠানের বাণিজ্যিক দূত হওয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে তামিম সাংবাদিকদের বলেন, ‘ঘরের মাঠে খেলার কারণে সুবিধা কিছুটা থাকবেই। তবে আগেই বলা যায় না জয় পরাজয়ের বিষয়ে। পাঁচটা দিন ভালো খেলে প্রতিটি সেশন লড়াই করে তবেই জিততে হবে। আর অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছে বলে হেরে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। কারণ ওরা খুবই পেশাদার দল। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা দল। ’

টাইগার দলের এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, তবে তাদের হারানো অসম্ভব নয়। তিনি বলেন, ‘তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে বা জিততে হলে আগে প্রতিটা সেশন, প্রতিটা বলে জিততে হবে। ছোট ছোট স্টেপ জেতার পর তাদের হারানোর চিন্তা করতে হবে। জানি এটা সহজ হবে না, বেশ কঠিন হবে। তবে সেটা অসম্ভবও নয়। সব কিছু মাথায় রেখেই আমরা এগুচ্ছি, দেড় মাস যাবত আমরা অনুশীলন করছি। ’

দীর্ঘ সময়ের প্রশিক্ষণের মধ্য দিয়ে আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া টেস্টের জন্য বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত উল্লেখ করে তামিম বলেন, ‘দীর্ঘ সময়ের প্রস্তুতির মাধ্যমে আমরা সবদিক গুছিয়ে নিয়েছি। এখন শুধু কাজে লাগানোর পালা। যে দু’দিন হাতে আছে সে সময় ছোটখাট কোন ক্রুটি থাকলে সেগুলো ঝালিয়ে নেয়া হবে। আশা করছি, ২৭ আগস্টের মধ্যে আমরা সম্পূর্ণ তৈরি হয়ে যাব এবং খুব ভালো টেস্ট সিরিজ হবে। ’

এখানকার স্পিন সহায়ক উইকেটে স্পিনারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরও উপযুক্ত ভূমিকার রাখতে হবে জানিয়ে তামিম বলেন, ‘হোম কন্ডিশনে স্পিনারদের পাশাপাশি ব্যাটসম্যান ও পেস বোলারদেরও ভালো করতে হবে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *