রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, আছেন দুই মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল

Slider জাতীয়

e70502725921958ea0c5da3706ddbfa8-59946f85e99ef

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে  বুধবার বঙ্গভবনে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডিরাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ বুধবার সন্ধ্যায় দেখা করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে আছেন দুই মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল। নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছে।

বৈঠক সূত্র জানিয়েছে, দেশের বন্যা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গভবনে অবস্থান করছেন।

জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন  বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রপতি বন্যায় মানুষের কষ্ট লাঘবে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছানোর আগে সেখানে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের ও মাহবুবে আলম। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের যে পরিবর্তন ষোড়শ সংশোধনীতে আনা হয়েছিল, তা সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় দেন ১ আগস্ট।

ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন। তাতে ‘বঙ্গবন্ধুকে কটাক্ষ ও অবমূল্যায়ন’ করা হয়েছে অভিযোগ করে রায়ে সংক্ষুব্ধ হন সরকারি দলের মন্ত্রী, সংসদ সদস্য এবং ক্ষমতাসীন দল ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা। যদিও রায়ের পর থেকে এটিকে ‘ঐতিহাসিক’ রায় বলে আসছে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *