আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানব বন্ধন

Slider গ্রাম বাংলা

Agailjhara Photo- 08-08-17 (1)
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতা জগদীশ ভক্তকে ইয়াবা দিয়ে আটক করার প্রতিবাদে দায়ের হওয়া মামলা প্রত্যাহারসহ মুক্তির দাবিতে ওই ছাত্রলীগ নেতার নিজ এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে রাজিহার ইউনিয়নবাসী। গতকাল মঙ্গলবার সকালে জগদীশ ভক্তর নিজ এলাকা বাহাদুরপুর বাজারে রাজিহার ইউনিয়নবাসীর ব্যানারে মানবন্ধনে বাহাদুরপুর গ্রামে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের গ্রামবাসী অংশগ্রহণ করেন। মানব বন্ধন শেষে ওই বাজারে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সুনীল চন্দ্র হালদার, যুবলীগ নেতা স্বপন পান্ডে, স্বপন হালদার, কৃষকলীগ নেতা কৃষ্ণকান্ত শীল, ছাত্রলীগ নেতা পলাশ ভক্ত, রাব্বি সরকার অসিত, গ্রামবাসীর পক্ষে অমূল্য মল্লিক, নারায়ণ চন্দ্র ভক্ত ও জগদীশের ভাই সাবেক ইউপি সদস্য রনজিত ভক্ত। ষড়যন্ত্রমূলক ওই ঘটনার সঠিক তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য উপজেলা আওয়ামীলীগসহ সর্বস্তরের লোকজন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *