আগৈলঝাড়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে আওয়ামীলীগের প্রস্তুতিসভা

Slider গ্রাম বাংলা

Agailjhara Photo- 08-08-17 (3)

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ এর সমন্বয়ক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, জেলা পরিষদ সংরক্ষিত সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, আওয়ামীলীগ নেতা আ. সাত্তার মোল্লা, গিয়াস উদ্দিন মোল্লা, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, কৃষকলীগ সাধারণ সম্পাদক রমণীকান্ত সরকার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, রতœপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদাসহ আওয়ামীলীগ, অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সভায় জাতীয় শোক দিবসে জাতির পিতা ও কৃষককূলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের স্মরণ, শোক পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, কোরআন তেলোয়াত, শহীদদের আত্মার মাগফেরাত কামণায় দোয়া ও মোনাজাত এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *