ফরমালিনের উপস্থিতি মাপার সঠিক যন্ত্র সংগ্রহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

জাতীয়
image_154870.court_8126সাত দিনের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি করে খাদ্য ও ফলে ফরমালিনের উপস্থিতি মাপার সঠিক যন্ত্র সংগ্রহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকারের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইর পক্ষে ছিলেন অ্যাডভোকেট আওসাফুর রহমান।
ফরমালিন মাপার সঠিক যন্ত্র নির্বাচন করায় জন্য আগামী সাত দিনের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। স্বাস্থ্যসচিব, খাদ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে এই আদেশ বাস্তবায়ন করতে হবে।
এই কমিটিতে বিসিএসআইআর, বিএসটিআই, এনএফএসএল, ভোক্তা অধিকার অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের প্রতিনিধিরা থাকবেন।
ওই কমিটি দেশের বাজারে ফরমালিন মাপার জন্য যে যন্ত্রকে সঠিক বলে মনে করবেন, বিবাদীদের তা সংগ্রহের ব্যবস্থা নিতে হবে। কমিটি গঠনের পর নির্বাচন ও সংগ্রহে দুই মাস সময় বেঁধে দিয়েছে আদালত।
এই যন্ত্র সংগ্রহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়কেও নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।
‘বাংলাদেশ ফ্রেশ ফুড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি সাধন চন্দ্র দাশ ও সেক্রেটারি সিরাজুল ইসলাম গত ১৩ জুলাই হাইকোর্টে এই রিট আবেদন করেন। ওই রিটের প্রাথমিক শুনানি পর গত ২১ জুলাই বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চ এ বিষয়ে আদেশ দেয়।
আদেশে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক এবং ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরোটরির পরিচালককে ওই যন্ত্র পরীক্ষা করে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *