শ্রীবরদীতে সংনকমা, গাওবুড়া এবং পঞ্চায়েতের সমাবেশ অনুষ্ঠিত

Slider টপ নিউজ
image_154872.sherpur pic-2(4)আদিবাসীদের সংস্কৃতি ও অধিকার আদায়ের লক্ষ্যে শেরপুরে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংনকমা, গাওবুড়া, মন্ডল, মড়ল এবং পঞ্চায়েতদের বার্ষিক সমাবেশ। কারিতাস আইসিডিপির আদিবাসী ক্লাস্টার উন্নয়ন ফোরামের (এসিডিএফ) উদ্যোগে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আদিবাসী ক্লাস্টার ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি হোসিও ম্রং।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিবির কমান্ডার লে. কর্নেল আহমেদ তারিক কবির ও টিডাব্লিউএ সাধারণ সম্পাদক প্রাঞ্জল এম সাংমা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী শিশুরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। এ ছাড়া একই দিনে নালিতাবাড়ী উপজেলার বারোমারীতে এ ধরনের আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। আদিবাসী নেতা মনিন্দ্র চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন প্রধান অতিথি ও ইউএনও আবু সাঈদ মোল্লা, ফাদার মনিন্দ্র এম চিরাণ এবং টিডাব্লিউএ চেয়ারম্যান লুইস নেংমিনজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। বারোমারীর এ সমাবেশে গারো, হাজং, কোচ, ডালু, বর্মন এবং ক্ষত্রীয় সম্প্রদায়ের ৩৫ জন সমাজপতি ও পাঁচ শতাধিক আদিবাসী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *