ঈদের ছবি নিয়ে নতুন হিসাব-নিকাশ

Slider বিনোদন ও মিডিয়া

76537_e1ঢাকাই চলচ্চিত্রের বাজারের দর-পতন শেয়ার বাজারের মতো। কারণ শেয়ার বাজারে যেমন প্রায়ই শোনা যায় ধসের খবর ঠিক তেমনি প্রায় মন্দা থাকে চলচ্চিত্রের বাজার। প্রেক্ষাগৃহ পূর্ণ থাকে শুধু ঈদের সময়। তাই রমজানের ঈদ পার হতে না হতেই কোরবানির ঈদের ছবি নিয়ে প্রযোজক, পরিচালকরা নতুন হিসাব-নিকাশ শুরু করেছেন। গত রোজার ঈদে যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ ও ‘বস টু’ নামে দু’টি ছবি মুক্তি পায়। আর দেশীয় চলচ্চিত্র হিসেবে মুক্তি পায় শাকিব-অপু বিশ্বাস-মিলন অভিনীত ‘রাজনীতি’ ছবিটি। এরমধ্যে ‘রাজনীতি’ ছবিটি মুক্তি দেয়া নিয়ে পরিচালক বুলবুল বিশ্বাসের ক্ষোভ
ছিল সবচেয়ে বেশি। কারণ ঢাকায় প্রথম সপ্তাহে তিনি মাত্র একটি সিনেমা হল পেয়েছিলেন। পরে অবশ্য দর্শকের আগ্রহের কারণে তিনি বেশকিছু সিনেমা হল পান। গত ঈদে তিনটি ছবিই তুলনামূলক ভালো ব্যবসা করেছে। তবে এবারের কোরবানির ঈদে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে অনেকেই ধারণা করছেন। ঈদে শাকিব খান ও বুবলী অভিনীত দুটি ছবি মুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে। ছবি দু’টি হচ্ছে- শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ও আবদুল মান্নানের ‘রংবাজ’। এ দু’টি ছবির মধ্যে সিনেমা হল বুকিংয়ে এগিয়ে আছে ‘অহংকার’ ছবিটি। এ প্রসঙ্গে ছবির পরিচালক শাহাদৎ হোসেন লিটন মানবজমিনকে
বলেন, আমার ছবির গান ও ট্রেইলার সকলেই পছন্দ করেছে। আর এরইমধ্যে একশ’র মতো সিনেমা হল বুকিং করেছে। সামনে আরও হবে। এ ছবির বাইরে শাকিবের ‘রংবাজ’ নামের একটি ছবি গত ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরিচালক শামীম আহমেদ রনিকে নিয়ে ঝামেলা হওয়ার কারণে পরে এ ছবিটির শুটিং শেষ করেন পরিচালক আবদুল মান্নান। তিনি জানান, মুক্তির জন্য ছবিটি প্রস্তুত। দেশে ও দেশের বাইরে ছবিটির শুটিং হয়েছে। এবারের ঈদে ছবিটি মুক্তি পাবে। বর্তমানে হল বুকিং চলছে। এছাড়া ‘দাগ’ ছবিটিও এবারের ঈদে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন ছবির পরিচালক তারেক শিকদার। তিনি বলেন, ছবির সকল কাজ শেষ পর্যায়ে রয়েছে। বাপ্পি, মিম ও আঁচল অভিনীত এ ছবিটি এবারের ঈদে মুক্তি পাবে এবং এটি নিয়ে আমি আশাবাদী। জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত ‘সোনাবন্ধু’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবিতে ডিএ তায়েবের বিপরীতে পপি ও পরীমনি অভিনয় করেছেন। এ ছবির মুক্তির বিষয়ে পরিচালক জাহাঙ্গীর আলম সুমন বলেন, এবারের ঈদে এ ছবিটি মুক্তি পাবে। গ্রামীণ পটভূমিকে কেন্দ্র করে দারুণ একটি গল্পের ছবি এটি। এরই মধ্যে ৮০টি সিনেমা হল বুকিং হয়েছে। সামনে আরও হবে। আশা করছি, দর্শক ঈদে অনেকদিন পর একটি ভালো ছবি দেখতে পাবেন। এদিকে অভিনয়ের পাশাপাশি প্রথমবার ছবি প্রযোজনা করেছেন চলচ্চিত্রের আরেক জনপ্রিয় মুখ ববি। ‘বিজলি’ ছবি নিয়ে প্রস্তুত তিনি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর। ছবিটি নিয়ে ববি জানান, বাংলাদেশে এবারই প্রথম এ ধরনের ছবি দর্শক সিনেমা হলে উপভোগ করতে পারবেন। ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে ছবির ভিজ্যুয়াল ইফেক্টের কাজ করানো হয়েছে। এ ছবিটি খানিকটা হলিউডের ‘সুপারম্যান’ বা বলিউডের ‘কৃশ’ ছবির আদলে নির্মাণ করা হলেও ছবির অনেক কিছুতে ভিন্নতা পাবেন দর্শক। ঈদে ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে এবার দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া কোনো ছবি মুক্তি দেবে কি-না তা এখনও নিশ্চিত করেনি। এবার শুধু শাকিব খান-বুবলীর ছবি না ডি এ তায়েব, পপি, মিম, ববি, আঁচল, পরীমনি, বাপ্পির মতো তারকাদের ছবি মুক্তির মিছিলে রয়েছে। সবকিছু মিলে এবারের কোরবানির ঈদে পাল্টে যেতে পারে সিনেমার হিসাব-নিকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *