ভারতের সংবাদপত্র দুনিয়ায় ধস, পনেরো হাজার কোটি টাকা ক্ষতি

Slider জাতীয় বাংলার মুখোমুখি


কলকাতা: করোনা ভাইরাসের দাপটে লকডাউন। আর তাতেই কার্যত ধসে পড়েছে ভারতীয় খবরের কাগজের দুনিয়া। ভারতীয় সংবাদপত্র গুলোর অবিভাবক ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটি জানাচ্ছে, ক্ষতির পরিমাণ সারা ভারতে প্রায় পনেরো হাজার কোটি টাকা। এই অর্থ খবরের কাগজের রেভিনিউ লস বলেই ধরা হচ্ছে। মূলত লকডাউন এর ফলে ব্যবসা বাণিজ্যে প্রবল ভাঁটা পড়েছে। তার ফলে প্রথম যে বাজেটে ঘাটতি এসেছে তা হলো বিজ্ঞাপনের বাজেট। ফলে বিজ্ঞাপনের জোয়ার কমেছে।

সরকারি আনুকূল্য ধন্য কাগজগুলো সরকারি বিজ্ঞাপন পেয়ে সরকারের মাউথপিসে পরিণত হচ্ছে, কিন্তু সেই বিজ্ঞাপনের টাকা কবে মিলবে তার নিশ্চয়তা নেই। সব মিলিয়ে খবরের কাগজের দুনিয়া কিঞ্চিৎ ব্যাকফুটে। ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটি সব দিক বিবেচনা করে কেন্দ্রের মোদি সরকারের কাছে বিপন্ন সংবাদপত্র শিল্পের জন্যে এককালীন অনুদান চেয়েছে। এছাড়াও নিউজপ্রিন্ট আমদানির ওপর কড়ে ছাড় চাওয়া হয়েছে। সংবাদপত্রের ওপর যে কোনো কড়ে ট্যাক্স হলিডে প্রার্থনা করা হয়েছে। লকডাউন আরও বেশি চললে বেশ কিছু সংবাদপত্র যে ঝাঁপ বন্ধ করতে বাধ্য হবে তাও বলছে আই এন এস। ইতিমধ্যে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক একটি সার্কুলার দিয়ে জানিয়েছে, বেসরকারি কোনো প্রতিষ্ঠানে যেন কর্মী ছাঁটাই ও সংকোচন না হয়। সংবাদপত্র মালিকদের দাবি, অনুদান এবং সুষম বিজ্ঞাপন পেলে তারা কোনো কর্মী ছাঁটাই করবে না। কিন্তু সরকার যদি ভাত না দিয়ে শুধু কিল মারে তাহলে কোনো উপায় থাকবে না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *