নারায়ণগঞ্জে মসজিদের এসি বিস্ফোরণ : দগ্ধ শিশুর মৃত্যু

Slider জাতীয় বাংলার মুখোমুখি

মেডিক্যাল প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩৮ জন হাসপাতালে চিকিৎসাধীনের মধ্যে জুবায়ের হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় ওই মসজিদের সেক্রেটারী আব্দুল হান্নানকে (৫৫) দগ্ধ অবস্হায় ঢাকায় আনার পথে তিনি মারা যান বলে জানা গেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জাতীয় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্হায় জুবায়েরে মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির বাবা মো. জুলহাস (৪৫) দগ্ধ অবস্থায় এই ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্হায়ও আশঙ্কাজনক।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের পরিচালক ডা. আবুল কালাম জানান, শিশুটির শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। শিশুটি তার বাবা জুলহাসের সঙ্গে মসজিদে গিয়েছিল নামাজ আদায় করতে। সেখানেই এসি বিস্ফোরণের ঘটনায় বাবা-ছেলে দগ্ধ হন।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে।

মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৪০থেকে ৪৫ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৮ জনকে জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করার পর শিশু জুবায়ের মারা যায়। জুবায়র ওই এলাকাতেই পরিবারের সঙ্গে বসবাস করতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *