বাজার থেকে কেনা জিনিস পরিষ্কারের পদ্ধতি

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


স্মৃতি ব্যানার্জি, টালীগঞ্জ, পশ্চিমবঙ্গ, ভারত: যখনই বাজার যান বাজার করুন সামাজিক দূরত্ব বজায় রেখে। মনে রাখবেন, যখন জিনিসপত্র কিনবেন তখন আপনার এবং বিক্রেতার মধ্যে অন্তত দুই মিটার দূরত্ব যেন অবশ্যই বজায় থাকে। এতে সংক্রমণের আশঙ্কা কিছুটা হলেও কমে।

বাড়ি এসে নির্দিষ্ট স্থানে রাখুন বাজারের ব্যাগ। এরপর অন্তত ২০ সেকেন্ড ভালো করে হ্যান্ড স্যানিটাইসার বা জীবাণুনাশক দিয়ে হাত ধুয়ে ফেলুন। এছাড়াও রান্নার আগে এবং পরে ভালো করে হাত ধুয়ে নিন।

সব থেকে বড় বিষয় হলো, বাজারের দোকানে প্রায় সকলেই হাত দিয়ে বেছে দেখে শুনে কেনেন। তাই এর থেকে জীবাণুর সংক্রমণের ভয় থেকেই যায়। ফলে বাজার থেকে সবজি কেনার পর তা কাটার আগে ভালো করে লবণ ও গরম জলে ধুয়ে নিন। এছাড়াও এই সময় খাবার ভালো করে সিদ্ধ ও ফুটিয়ে খাওয়া জরুরি।

বাজারের ব্যাগ নির্দিষ্ট জায়গায় রাখুন। প্রতিদিনই বাজার থেকে ফিরে ব্যাগটি ধুয়ে ফেলার অভ্যাস করুন। নাহলে হিতে বিপরীত কিছু ঘটে যেতে পারে। সাবধান হোন, সতর্ক থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *