করেছেন নওয়াজ শরিফ

Slider সারাবিশ্ব

nawaz_bd_pratidin_

সর্বোচ্চ আদালত দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ প্রধানমন্ত্রীর পদে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেন।

রায়ের পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে নওয়াজ শরীফের পদত্যাগের বিষয়টি একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়। পানামা পেপারর্স কেলেঙ্কারিতে নওয়াজ শরীফ ও তার পরিবারের সদস্যদের নাম থাকায় দীর্ঘ সময় ধরে তাদের বিরুদ্ধে চলছিল। তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন নওয়াজ শরীফ।

সুপ্রিম কোর্টের বিচারপতি এজাজ আফজাল খান বলেন, সংসদের একজন সৎ সদস্য হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা নওয়াজ শরীফ হারিয়েছেন। এজন্যই প্রধানমন্ত্রীর পদে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।  সূত্র : ডন ও ও খালিজ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *