গাজীপুরে দুটি অস্বাভাবিক মৃত্যু

Slider ফুলজান বিবির বাংলা

কবনকব
 

 

 

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে নিজ ঘরের ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। শ্রীপুরে ট্রেনের নীচে কাটা
পড়ে মারা গেছেন এক মহিলা।

মঙ্গলবার(১৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় রেলওয়ে পুলিM ঢাকা-ময়মনসিংহ রেলরুটের শ্রীপুর স্টেশন এলাকা থেকে অজ্ঞাত মহিলা(৩০) এর লাশ উদ্ধার করে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক(এএসআই) দাদন মিয়া জানান, ময়মনসিংহগামী কমিউটার টেন্রের নীচে কাটা পড়ে অজ্ঞাত ওই মহিলার
মত্যৃ হয়েছে।

এদেক মঙ্গলবার বিকালে  টঙ্গীর ভরান এলাকায় এক  দূর্ঘটনায়  দুলাল মিয়া (৪০) নামে এক শ্রমিক মারা গেছেন।  তিনি জামালপুরের ইসলামপুর থানার পেচারচর গ্রামের মো. সমর আলীর ছেলে । তিনি টঙ্গীর ভরান এলাকায় ভাড়া থেকে রিকশা চালাতেন।

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন শেখ জানান, রিকশা চালিয়ে দুপুর আড়াইটার দিকে দুলাল বাসায় ফিরেন। এ সময় তিনি ঘরের ফ্যান চালু করতে গেলে
তা না চালু হওয়ায় নিজেই মেরামত করতে শুরু করেন। একপর্যায়ে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৪টার দিকে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিতসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী এবং জয়দেবপুর রেলওয়ে পুলিশ বলেছে, উভয় লাশ নিহতদের আত্মীয় স্বজন নিয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *