মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি গড়ল মিশর

Slider জাতীয়

081201Largest_Military_Base_misorসামরিক ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে রীতিমতো ছাপিয়ে গেল মিশর৷ গতকাল শনিবার মধ্যপ্রাচ্যের সব থেকে বড় সামরিক ঘাঁটি উদ্বোধন করে তাক লাগিয়ে দিল গোটা বিশ্বকে৷ এদিন মিশরের আলেকজান্দ্রিয়া প্রদেশের আল-হাম্মাম শহরে এই সামরিক ঘাঁটি উদ্বোধন করেন প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি। মিশর সরকারের দাবি, মধ্যপ্রাচ্যের মধ্যে এটাই সব থেকে বড় সামরিক ঘাঁটি।

সামরিক ঘাঁটি উদ্বোধনী অনুষ্ঠানে মিশর সেনাবাহিনীর জেনারেল সিসির সঙ্গে আরবের বেশ কয়েকটি দেশের নেতারাও হাজির ছিলেন৷ এই নতুন সামরিক ঘাঁটিটির নাম দেওয়া হয়েছে- মহম্মদ নাগিব সামরিক ঘাঁটি। ৬৫ বছর আগে মিশরে রাজতন্ত্রের পতন হলে মহম্মদ নাগিব দেশের প্রথম প্রেসিডেন্ট হন।

মিশরের সামরিক কর্মকর্তাদের একাংশ জানিয়েছে, ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী শহরগুলিতে কড়া নিরাপত্তার বলয় তৈরি করতেই এই সামরিক ঘাঁটি বড়সড় ভুমিকা পালন করবে৷ এসব এলাকা মিশরের পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সাম্প্রতিককালে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন মিশরের এই সব এলাকায় বেশ সক্রিয় হয়ে উঠেছে৷ এতে মিশরের পর্যটন শিল্পে বড়সড় আঘাত হেনেছে৷ দেশের পর্যটন খাতে বিশাল ক্ষতি হয়েছে৷

তারা আরো জানায়, মিশরকে ফের পর্যটনের শীর্ষে তুলতেই সরকারের এই উদ্যোগ৷ রীতিমতো সামরিক ঘাঁটি করে দেশের নিরাপত্তার বলয় আরও আঁটসাঁট করা হচ্ছে৷ যাতে পর্যটন শিল্পে কোনো প্রভাব ফেলতে না পারে সন্ত্রাসবাদী কার্যকলাপ৷
সূত্র: কলকাতা টুয়েন্টিফোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *