মাশরাফিদের ফিটনেস চ্যালেঞ্জ

Slider খেলা

base_1499705020-tyu

 

 

 

 

 

আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। অসিদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পরেই দক্ষিণ আফ্রিকা সফর। এর পর নভেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। টি২০-এর উন্মাদনা শেষ হতে না হতেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে শ্রীলংকা। এর পর ওয়েস্ট ইন্ডিজ সফর, জুলাইয়ে অস্ট্রেলিয়া সফর— সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবারো ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে টাইগাররা।

প্রচুর ম্যাচ থাকায় ফিট থাকাটাও জরুরি। তাই গতকাল ফিটনেস ক্যাম্পের মধ্য দিয়ে মাঠে ফিরলেন মাশরাফি, মুশফিকরা। অস্ট্রেলিয়া সিরিজ শুরু হতে এখনো বাকি এক মাসের মতো। সিরিজের আগে দীর্ঘ এ বিরতিটা কাজে লাগাতে চান জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। আগামী তিন সপ্তাহ খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করবেন তিনি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল সংবাদ সম্মেলনে ভিল্লাভারায়ন বলেন, ‘ফিটনেস ক্যাম্পে মূলত ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের জন্য যে শারীরিক সক্ষমতা থাকতে হয়, এসব নিয়েই এখানে কাজ হবে। তাই ছেলেরা চাইলে কন্ডিশনিং কিংবা রানিংয়ের ওপর জোর দিতে পারে। আবার কেউ জিমে অনুশীলন করতে পারবে। ফিল্ডিংয়ের ক্ষেত্রে ফিটনেস ও কৌশল দুটোই খুব গুরুত্বপূর্ণ। তাই কেবল ফিট থাকলেই সবকিছু ঠিক, তেমনটা নয়। আপনাকে সামগ্রিক বিষয়ের ওপর জোর দিতে হবে। আর তাই কৌশল, মনোবল ও ফিটনেস সবকিছু নিয়েই কাজ করতে হবে।’

সর্বশেষ ফিটনেস ক্যাম্প হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের আগে। দীর্ঘদিন পর আবারো ক্যাম্প শুরু হওয়ায় বেশ আনন্দিত ট্রেনার ভিল্লাভারায়ন। বলেন, ‘অনেক দিন পর ফিটনেস নিয়ে কাজ শুরু করলাম। গত আট মাস ঘরে-বাইরে একনাগাড়ে ক্রিকেটে খেলেছি। তাই খেলোয়াড়দের ফিটনেস কেমন আছে, তা এ ক্যাম্পের মাধ্যমে বুঝতে পারব। আগামী তিন থেকে ছয় সপ্তাহ ওদের ফিটনেস সমস্যাগুলো নিয়ে কাজ করব।’

সম্প্রতি মাঠে দারুণ পারফর্ম করছে বাংলাদেশ। ওয়ানডে ও টেস্ট— দুই ফরম্যাটেই টাইগারদের পারফরম্যান্স বেশ নজরকাড়া। ভিল্লাভারায়নের মতে, এটা মূলত ধারাবাহিক ক্রিকেটের সুফল। তার ভাষায়, ‘খেলোয়াড়দের মনোভাবে যথেষ্ট উন্নতি এসেছে। আগের চেয়ে ওরা আরো বেশি আত্মবিশ্বাসী ও পরিশ্রমী হয়ে উঠেছে। এখন ওরা সবাই কঠোর পরিশ্রম করতে চায়। নিজের উদ্যোগেই অনুশীলন করছে, যা আগে দেখা যেত কেবল কয়েকজনের মধ্যে। এর মূল কারণ, আফগানিস্তান সিরিজ থেকে গত আট মাস বাংলাদেশ ধারাবাহিক ক্রিকেট খেলে গেছে।’

ঈদের ছুটি কাটিয়ে গতকাল প্রাথমিক স্কোয়াডের ২২ ক্রিকেটার নিয়ে ফিটনেস ক্যাম্পে কাজ শুরু করেছেন ভিল্লাভারায়ন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে গত জুনে ২৯ সদস্যের এক বিশাল স্কোয়াড ঘোষণা করে বিসিবি। ক্যাম্পে যোগ দিতে পারেননি বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট খেলতে ইংল্যান্ড গেছেন তিনি। অন্যদিকে লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, আবুল হাসান ও তানবীর হায়দার এইচপি দলের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ায়। এছাড়া ইনজুরির কারণে এখনই ক্যাম্পে যোগ দিতে পারেননি পেসার রুবেল হোসেন।

যারা ক্যাম্পের শুরুতে যোগ দিতে পারেননি, তাদের নিয়ে আলাদাভাবে কাজ করার পরিকল্পনা ভিল্লাভারায়নের। তিনি বলেন, ‘এইচপি দল এখন অস্ট্রেলিয়া সফরে রয়েছে। যখন ফিরে আসবে, তখন ওদের ফিটনেস নিয়ে কাজ করা হবে।’ এ সময় তামিমকে নিয়ে তিনি আরো বলেন, ‘আমরা তাকে (তামিমকে) বলে দিয়েছি সেখানে কীভাবে অনুশীলন করতে হবে। একটা বিষয় আপনি লক্ষ করলে দেখবেন, গত তিন বছরে সে কিন্তু ফিটনেসে দারুণ উন্নতি করেছে। তাই আমরা আশা করছি, ওখানে (ইংল্যান্ডে) সে ঠিকভাবে নিজের কাজ করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *