রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামে অবৈধ বিদ্যুৎ লাইনে স্পৃষ্টে নূরু মিয়া (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় দিকে উপজেলার নিজ মাওনা গ্রামে ওই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত যুবক নিজ মাওনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থাণীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের আঃ খালেক দীর্ঘ দিন থেকে তার আবসিক মিটার থেকে নূরু মিয়ার জমির উপর দিয়ে প্রায় ৫০০শত মিটার দূরে অবৈধ সংযোগ নিয়ে পল্ট্রি ব্যাবসা করে আসছিল।
নিহত যুবকরে ভাতিজা বরকত আলী জানান, শনিবার সকালে নূরু মিয়া তার জমিতে হালচাষ করতে গেলে জমির উপর দিয়ে চলে যাওয়া তারে সে স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অবিযোগ না থাকাই ময়না তদন্ত ছাড়া নিহতের লাশ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।