লালমনিরহাটে সাবেক ইউপি সদস্যর কারাদণ্ড

Slider গ্রাম বাংলা

69452_www

এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করার দায়ে হুসাইন আলী (৪১) নামে এক সাবেক ইউপি সদস্যকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৪ জুন) বিকেলে হুসাইনের বিরুদ্ধে এ রায় দেন লালমনিরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মেহেদী হাসান মণ্ডলের বিজ্ঞ আদালত।
সাজাপ্রাপ্ত হুসাইন উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর নামুড়ী বাজার এলাকার মৃত তছর উদ্দিনের ছেলে। হুসাইন পলাশী ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৩ নভেম্বর বিকেলে পলাশী ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে থাকা ইসলামী ফাউন্ডেশনের পাঠাগার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয়।

এ ঘটনায় তৎকালীন ইউপি সদস্য হুসাইন আলীর বিরুদ্ধে ওই পাঠাগারের কেয়ারটেকার নিকাহসহ আরও বেশ কয়েকজন আদিতমারী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ৩০ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) জাফর ইকবাল ওই মামলায় হুসাইন আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার সূত্রে আরও জানা যায়, বুধবার (১৪ জুন) মামলাটির দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযুক্ত হুসাইন আলীকে তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।

লালমনিরহাট কোর্ট পুলিশের পরিদর্শক ইসমাইল হোসেন জানান, এমন একটি রায় হয়েছে আমরা শুনেছি। তবে এ রায়ের পূণাঙ্গ কপি এখনও প্রকাশ করেননি আদালত।

বৃহস্পতিবার এ রায়ে পূর্ণাঙ্গ কপি প্রকাশ হতে পারে বলেও তিনি জানান।

লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *