এসপির সম্মেলন: পরকালের পাসপোর্ট নিয়ে ১৯ জেলার জামায়াত কর্মীরা বৈঠক করেছে গাজীপুরে

Slider টপ নিউজ

IMG_20150612_110604

 

 

 

 

গাজীপুর: ১৬ জুন মুজাহিদের রাযকে সামনে রেখে দেশবাপী নাশকতা করতে ১৯ জেলার ৩৫জন জামায়াত-শিবিরের কর্মীরা গাজীপুরে গোপন বৈঠক করছিলো বলে
সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ হারুনর রশীদ। নতুনভাবে তারা পরকালের পাসপোর্ট বিতরণ করছেন বলে প্রমান পাওয়ার দাবি
করেছেন পুলিশ সুপার।

শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় গাজীপুর পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার ওই অভিযোগ করেন।

সম্মেলনে বলা হয়, ১৬ জুন জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোঃ মোজাহীদের যুদ্ধাপরাধ মামলার আপিলের রায় হবে। ওই রায়কে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতার পরিকল্পনা করতে ১১জুন বৃহসপতিবার রাতে গাজীপুর শহরের ইউওরো বাংলা চাইনিজ রেস্টুরেন্টে তারা গোপন বৈঠক করেন। বৈঠকে অভিযান চালিয়ে মোট ৩৫ জনকে আটক করা হয়। এদের বাড়ি বাংলাদেশের ১৯জেলায়। নাশকতার পরিকল্পনা করতে তারা একত্রিত হয়েছেন বলে জানায় পুলিশ সুপার।
sp

 

 

সম্মেলনে আরো বলা হয়, আটককৃতদের দেয়া তথ্যমতে, জামায়াতের লাইব্রেরী থেকে বিপুল পরিমান জেহাদী বই ও ২০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। ইসলামী
বিভিন্ন ধরণের বইয়ের সঙ্গে কয়েকটি পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্টের উপরে পরকালের পাসপোর্ট বলে লেখা আছে। সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সরকারকে ক্ষমাতুচ্যত করতে সরকার বিরোধী লোক সংগ্রহের কৌশল হিসেবে জামায়াত শিবির বেহেশতের পাসপোর্ট বিতরণ করছে। একই সঙ্গে রশিদ দিয়ে চাাঁদা আদায়ের
অসংখ্য আলামত উদ্ধার হয়েছে বলে সম্মেলনে দাবী করা হয়।

আটককৃত ৩৫ জামায়াত-শিবির কর্মীদের মধ্যে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারী জেনারেল মোাঃ খায়রুল হাসান(৩৭) ও মহানগরের ২৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ সাদেকুজ্জামান(৩৫) অন্যতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *