ত্রাণ নিয়ে চট্টগ্রামের পথে ভারতীয় নৌবাহিনী, ৩৩ জন উদ্ধার

Slider বাংলার মুখোমুখি

67753_india

 

ঢাকা; ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে চট্টগ্রামে আসছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রা। যাত্রাপথে ত্রাণবাহী জাহাজটি ঘূর্ণিঝড়ের কবলে পড়া ৩৩ ব্যক্তিকে উদ্ধার করেছে।
উদ্ধারকৃতরা নৌ দুর্ঘটনার শিকার ও অনেকে ঝড়ের সময় ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আইএনএস সুমিত্রা বতর্মানে চট্টগ্রাম বন্দর থেকে দক্ষিণে ৯০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। বাংলাদেশ নৌবাহিনী তাদের উদ্ধার অভিযান শেষ করার পর জাহাজটি চট্টগ্রামে নোঙ্গর করবে। বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালিত হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *