ইতালিতে একদিনে ২ লাখের বেশি করোনা শনাক্ত

Slider সারাবিশ্ব

বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। ইতালিতে ফের দ্রুত সংক্রমণ বাড়ছে। গত এক সপ্তাহে করোনা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এক দিনেই ২ লাখ ১৯ হাজার ৪৪১ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৯৮ জনের।

ইতালিতে এদিন ১১ লাখ ৩৮ হাজার ৩১৩ জনের করোনা পরীক্ষা করা হয়।

২০২১ সালের শেষ দিকেই করোনার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় দেশটিতে। বছরের শেষ দিন ১ লাখ ৪৪ হাজার ২৪৩ জন আক্রান্ত হন এবং মারা যান ১৫৫ জন।
এদিকে দেশটিতে সবকিছু স্বাভাবিকভাবে চললেও নিয়মনীতিতে বাড়তি সতর্কতা বাড়ানো হয়েছে। এর মধ্যে এফএফপি২ মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে বিভিন্ন যানবাহনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *