আমি উদীপ্ত সূর্য ——-মোঃ আল মামুন

Slider সাহিত্য ও সাংস্কৃতি

18763373_677462429106335_973193916_n

 

 

 

 

 

 

 

 

আমি উদীপ্ত সূর্য

——-মোঃ আল মামুন

আমি উদ্দীপ্ত কোন আগন্তক নই,

আমি শান্ত আমি সৃষ্টি জীবন্ত মানবের সই ।

আমি ভালোবাসি ,আমি আশা করি,

আমি সকলের উদিত সূর্যের বই ।

আমি ভাসায়ই ,আমি উদিতর চেষ্ঠা করি,

আমি সবার তরে উৎসর্গের তরী।

আমি ধংস আমি সৃষ্ঠার তৈয়রী,

আমি বিশ্বাসী তাই সত্যকে ভালোবাসি।

আমি উদ্যাম, আমি দুঃসাহসী,

আমি জীবন নদীর বহতা তরী।

আমি চিন্তাশীল, আমি ভাবুক,

আমি উন্নতর চিরশির পৃথিবীর চাবুক।

আমি সিনবাদ,আমি দয়ালু,

আমি সত্য পথের আলোর দিশারি।

আমি সন্ধানী,আমি পেয়ে থাকি,

আমি প্রতিটি প্রশ্নের উত্তরের আশারী।

আমি সপ্ন দেখি, আমি জৎগতের ছবি,

আমি দ্বারে দ্বারে আঁকি নবীনের আঁখি।

আমি তারুণ্যের প্রতিচ্ছবি,

আমি তারুণ্যের মস্তিষ্ক,

আমি হাজারো দুঃস্বপ্নের পাল্টানো জাগ্রত স্বপ্ন।

আমি নবীনের দলে, আমি তারুণ্যের দলে

আমি জাগ্রত শক্তির মানবের থলে।

আমি মূল্যবোধের কাছে,

আমি সুশাসনের কাছে,

আমি নির্দেশ দেই মানদণ্ডের হিসাব কষে।

আমি নৈতিকতায় বিশ্বাসী,

আমি ন্যায়বিচারের প্রবীণ,

আমি কার্যকরী দক্ষ প্রশাসনের সুচরিত্রের অধীন।

আমি তারুণ্যের সততা,

আমি তারুণ্যের দায়বদ্ধতা,

আমি সুশাসনকে ঘিরে রাখি সকল সততা।

 

মোঃ আল মামুন

প্রাণিবিদ্যা বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়

২০১২-১৩ সেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *