লালমনিরহাটের কালীগঞ্জে টয়লেটে পরে দুই ব্যক্তির মৃত্যু।

Slider ফুলজান বিবির বাংলা রংপুর

18763013_677511412434770_957194459_n

 

 

 

 

 

 

 

এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় জামে মসজিদের সেপ্টিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিচে পড়ে দুই জন শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২৭মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চৌধুরী মোড়ের জামবাড়ি মসজিদের সেপ্টিক ট্যাংকের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চৌধুরী মোড়ের জামবাড়ি এলাকার রমজান আলীর ছেলে লিয়াকত আলী(৪০) ও একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে আনারুল ইসলাম(৩৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, নব নির্মিত জামবাড়ি জামে মসজিদের সেপ্টিক ট্যংকের ময়লা পরিস্কার শেষে বাশেঁ ভেঙ্গে শ্রমিক লিয়াকত আলী নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে অপর শ্রমিক আনারুল ইসলাম ট্যাংকে থেকে লিয়াকত আলীকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করার সময় আনারুল ইসলামও পড়ে গিয়ে আটকে পড়েন। পরে ফায়ার সর্ভিসকে খবর দিলে উদ্ধার করতে ব্যর্থ হলে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করেন। উদ্ধার শেষে কালীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।

কালীগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব জানান, হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক(এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *