ম্যানচেস্টার হামলায় এখনও আশঙ্কাজনক ২০ আহত

Slider সারাবিশ্ব

161558manchester

 

 

 

 

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় আহতদের মধ্যে ২০ জনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যবিভাগের এক কর্মকর্তা।

সোমবার রাতের ওই বোমা হামলায় ২২ জন নিহত হন। এদের মধ্যে পোল্যান্ডের এক দম্পতিও আছেন বলে বুধবার জানিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী।

আত্মঘাতী যে বোমাটির বিস্ফোরণ ঘটায় তাতে অনেক ধাতুর নাট-বল্টু ভরা ছিল বলে জানিয়েছেন বিস্ফোরক বিশেষজ্ঞরা।

এসব নাট-বল্টুর আঘাতে আহত অনেকের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ ও হাত-পা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বুধবার জানিয়েছেন ওই ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তা। ‘প্রচণ্ড আঘাতজনিত ক্ষতের’ সঙ্গে এদের লড়াই করতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বৃহত্তর ম্যানচেস্টার এলাকার স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগের প্রধান কর্মকর্তা জন রাস স্কাই নিউজকে বলেন, “আমরা এখন ৬৪ জন আহতকে চিকিৎসা দিচ্ছি। এদের মধ্যে প্রায় ২০ জন ক্রিটিকাল কেয়ার ইউনিটে আছেন, এর অর্থ তাদের অত্যন্ত জরুরি চিকিৎসা দিতে হচ্ছে।

“তাদের অনেকের প্রধান অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, বড় ধরনের আঘাত পেয়েছেন। এদের দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে। এগুলো প্রচণ্ড আঘাতজনিত ক্ষত। ”

আহতদের মধ্যে একজন পোলিশ রয়েছেন বলে জানিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *