সিলেটে মে দিবসে পরিবহন শ্রমিকদের মিছিল ও গাড়ি ভাঙচুর

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সিলেট

IMG_20170502_004426

সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীর বন্দর বাজারস্থ কোর্টপয়েন্টে পরিবহন শ্রমিকদের একটি অংশ মিছিল সহকারে এসে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।

০২/০৫/২০১৭ সোমবার দুপুর ২ ঘটিকার সময় মহান মে দিবস উপলক্ষে পরিবহন শ্রমিকদের একটি মিছিল কোর্ট পয়েন্টে পৌঁছে এবং অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকটি সিএনজি চালিত অটোরিক্শা ভাঙচুর করে।

ভাঙচুরের পর হামলাকারী শ্রমিকরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। হামলাকারী শ্রমিকরা কারা এ সম্পর্কে সঠিক কিছু জানা না গেলেও, ধারনা করা হচ্ছে হামলাকারীরা বহিষ্কৃত শ্রমিক নেতা জাকারিয়া আহমদের অনুসারী।

তবে জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সদস্য মো. ইমাম উদ্দিন জানিয়েছেন, মে দিবসের দিন শ্রমিকরা কাজ বন্ধ রাখেন। তবে পরিবহন একটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় তারা আলোচনার ভিত্তিতে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেন। পরে গাড়ি নিয়ে বের হন।

কিন্তু কোনো তারা মে দিবসের দিন গাড়ি বের করলেন এজন্য পরিবহন শ্রমিকরা তাদের উপর ক্ষেপে গিয়ে ব্যাপক ভাঙচুর চালান বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে পরিবহন শ্রমিকদের কারো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনাটি নিয়ে পরিবহন শ্রমিকদের মাঝে এক ধরবের নিরবতা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *