প্রাণঘাতি করোনার সামনে বিশ্ব আজ অসহায়

Slider জাতীয় বাধ ভাঙ্গা মত

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। এরইমধ্যে এক লাখ ছাড়িয়ে গেছে মৃত্যুর সংখ্যা৷সব শেষ হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত গোটা পৃথিবীতে করোনার বলি হয়েছেন ১ লাখ ৯০ জন৷ আক্রান্তের সংখ্যা ১৬,৩৮,২১৬৷ তবে মোট আক্রান্তদের মধ্যে ৩,৬৯,০১৭ জন সুস্থ হয়ে উঠেছেন৷

শুধুমাত্র আমেরিকাতেই এখনও পর্যন্ত আমেরিকাতেই প্রায় পাঁচ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন৷ শুক্রবার পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৪,৭৭,৯৪৪৷ মৃতের সংখ্যা ১৭,৯০৯৷ স্পেনে আক্রান্ত হয়েছেন ১,৫৭,০৫৩ জন, সেখানে মৃত্যু হয়েছে ১৫,৯৭০ জন মানুষের৷ ইতালিতে মৃতের সংখ্যা ১৮,৮৪৯৷ করোনায় বিপর্যস্ত ফ্রান্সও৷ সেখানে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ ব্রিটেনেও মৃতের সংখ্যা প্রায় ৯ হাজার৷ ইরানে মৃত্যু হয়েছে ৪২৩২ জনের৷
যে দেশ থেকে করোনা সংক্রমণের প্রথম খবর মিলেছিল, মৃতের সংখ্যার নিরিখে সেই চীন এখন অনেকটাই পিছনের সারিতে চলে গেছে৷ সেখানে মৃত্যু হয়েছে ৩৩৩৬ জনের৷

বিশ্বের মোট ২১০টি দেশ এবং স্বশাসিত অঞ্চলে এখনও পর্যন্ত থাবা বসিয়েছে করোনা৷ বিশ্ব জুড়ে চলছে মৃত্যু মিছিল৷ তার সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ মন্দার আতঙ্ক৷ করোনার গ্রাস থেকে কবে মুক্তি পাওয়া যাবে, সেই অপেক্ষাতেই বিশ্ববাসী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *