এক এক করে ধংস হচ্ছে সরকারী বন,দেখার যেন কেও নেই!

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি গ্রাম বাংলা ঢাকা সামাজিক যোগাযোগ সঙ্গী

17948666_1347364578644291_987162845_o

 

 

 

 

(কাপাসিয়া প্রতিনিধি)কাপাসিয়া র অনেক ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় রয়েছে সরকারী গজারি বন এর মাঝে রায়েদ ইউনিয়নের বরহর ও দরদরিয়া গ্রামে রয়েছে বিশাল বিশাল গজারি বন আর এই বন থেকে গাছ কেটে রাতের আদারে বিক্রি করে আংগুল ফূলে কলা গাছ হয়ে গেছে মৈশন গ্রামের বাবুল হুসেন ওরফে কেরকের বাবুল যাকে এই নামে ই সবাই চিনে। আরো আছে দেওনা গ্রামের হারুন ওরফে চোর হারুন তার সাথে রয়েছে কাসেম, মতি, জামাল মেম্বার ও আর ও একটি প্রভাবশালী মহল এরা সবাই মিলে সরকারী বন থেকে গজারি গাছ উজার করে সেই জমিতে চাষাবাদ করতেছে এ যেন বন উজার দখলের মহোৎসব চলছে।

18043005_1347353635312052_1264191331_o

 

 

 

 

সরেজমিনে দেখা গেছে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের চকবরহর বাজারের পূর্ব দিকে রয়েছে সরকারী কয়েকশ একর বনের জমি আর এই সরকারি বনের জমিতে থাকা রানী বেগম গ্রাম বাংলা নিউজ কে বলেন বাবুলের কাছে টাকা দিলে সে নাকি তার নামে সরকারি জমি লিজ দিয়ে দিবে রানী বেগম সহ স্থানীয় ১৫/২০ জন ভূক্তভোগী বাবুল কে টাকা দেয় ২/৩ জনকে এর ই মাঝে খাস জমি নিজে মাপঝোপ দিয়ে সাদা কাগজে চুক্তি নামার মাধ্যমে জমি লিজ দেয়।স্থানীয় বন ভিট অফিসে যোগাযোগ করিলে বন কর্মকর্তা জানায় সরকারি জমি লীজ বলতে কোন শব্দ নাই চুক্তিভিত্তিক রক্ষণাবেক্ষনের জন্য কোন সেবা কারি সমিতি কে ২ থেকে ৩ বছরের জন্য দিতে পারে কিন্তু কোন এক ব্যক্তি প্রায় ৭০ বিঘা জমি লীজ কি করে পায় তা আমাদের জানা নাই। বাবুল হুসেন এর বিরুদ্ধ অভিযোগের প্রেক্ষিতে তার মুটো ফুনে কল করলে সে কোন সাংবাদিকের সাথে কথা বলতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *