আজ তুরস্কে ঐতিহাসিক গণভোট

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব

052051kalerkantho_pic

 

 

 

 

তুরস্কের প্রেসিডেন্টশাসিত ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে আজ রবিবার দেশটিতে ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হবে। দেশটির প্রস্তাবিত সংবিধান অনুমোদনের প্রশ্নে এ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জন্য মরিয়া এরদোগান সমর্থকরা। শেষ দিনের মতো শনিবার জোর প্রচার চালান তারা। অপরদিকে ‘না’ ভোটের জন্য প্রচারণা চালান তার বিরোধীরা।

গণভোটের রায়ে সংবিধান অনুমোদনের প্রস্তাব পাস হলে দেশটিতে চালু হবে পূর্ণ প্রেসিডেন্টশাসিত সরকার ব্যবস্থা। এতে নির্বাহী ক্ষমতার একচ্ছত্র মালিক হবেন প্রেসিডেন্ট। থাকবে না প্রধানমন্ত্রীর কোনো পদ। তবে ভাইস প্রেসিডেন্টের পদ তৈরি করা হবে।

তবে বিরোধীরা মনে করছেন, সংবিধানের প্রস্তাবিত সংশোধনী তুরস্ককে একনায়কতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যাবে। এতে দেশটির গণতান্ত্রিক ভাবধারা ক্ষুন্ন হবে। সংবিধান সংশোধন হলে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন এরদোগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *