শ্রীপুরের বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি, নতুন সাঁজে সেঁজেছে শিক্ষা প্রতিষ্ঠান

Slider গ্রাম বাংলা সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ

 

 

 

 

 

 

 

 

 

 

কেনাকাটা

 

 

 

 
রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরের বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে চলছে প্রথম বারের মত সরকারী ঘোষনায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি। দোকান পাটে চলছে বৈশাখী পোষাক কেনার ধুম।
জানা যায় আন্তর্জাতিক ভাবে পেয়েছে বাংলার সংস্কৃতি পহেলা বৈশাখের মঙ্গল সোভা যাত্রা। এর ধারাবাহিকতায় সাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ পালনের ঘোষণা দেয় সরকার। উৎসাহ উদ্দীপনায় পহেলা বৈশাখ পানল করতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতারের উদ্দ্যোগে ও চলছে বাংলা নববর্ষ পালনের ব্যাপক প্রস্তুতি।

 

কেনাকাটা ২

 

 

 

 

সরেজমিনে দেখা গেছে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজ, শ্রীপুর পাউলট উচ্চ বিদ্যালয়, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়, গলদাপাড়া এনআলী উচ্চ বিদ্যালয়, বলদীঘাট জেএম সরকার উচ্চ বিদ্যালয়, হয়দেবপুর ডা. কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়, গাজীপুর উচ্চ বিদ্যালয়, মাওনা উচ্চবিদ্যালয়,বরমী উচ্চবিদ্যালয়, ভিটিপাড়া কে.এইচ.কে উচ্চবিদ্যালয়,শহীদ সাহাবউদ্দিন শিশুকানন,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে প্রস্তুতি। শিক্ষা প্রতিষ্ঠান গুলো করছে মঙ্গল সোভাযাত্রা, বর্ষবরণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন। মার্কেট হাট বাজার দোকান পাটে চলছে বৈশাখী পোষাক কেনার ধুম। মিষ্টির দোকানে চলছে মিষ্টি তৈরির ধুম। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চলছে হালখাতা। ঘরে ঘরে চলছে বর্ষ বরণের আয়োজন। উপজেলার সর্বত্র চলছে শৈাখী আমেজ। পল্লীর গ্রামে গ্রামে বসেচে বৈশাখী মেলা। শ্রীপুর মডের থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মতে বিকেল পাঁচটার পর কোন মেলা চলবেনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *