মঙ্গলবার আন্তর্জাতিক নদীকৃত্য দিবস

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি
17270025_10209983443397430_677725102_n
মো: মনির হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক, গ্রামবাংলানিউজ; ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস দিবসটি পর্তুগাল, স্পেন, তাইওয়ান, ফিলিপাইন, মালয়শিয়া, যুক্তরাষ্ট্র, বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে।
ইন্টারন্যাশনাল রিভারস তার আঞ্চলিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করছে। ১৯৯৭ সালে ব্রাজিলে কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে নদীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দেওয়া এ দিবস পালনের সিদ্ধান্ত হয়েছিল। সেখানে একত্র হয়েছিলেন বিভিন্ন দেশে বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার শিকার জনগোষ্ঠীর প্রতিনিধিরা। তাইওয়ান, ব্রাজিল, চিলি, লেসোথো, আর্জেন্টিনা, থাইল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে ওই সম্মেলনে অংশগ্রহণকারীরাই ১৪ মার্চকে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস হিসেবে পালনের ঘোষণা দেন। দিবসটি মানুষকে নদীগুলো সম্পর্কে জানায়। প্রতি বছর শত শত মানুষ কণ্ঠ জাগিয়ে তোলে নদী রক্ষায় । এই দিনটিতে বাঁধ অপসারণ ও নদী পুনঃদ্ধার বিজয়ের মত বিষয় উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *