শ্রীপুরে মাদক নিধনে পুলিশের উপর সন্তোষ প্রকাশ আইনশৃঙ্খলা কমিটির

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী

 

 

dig
dig

 

 

 

 

 

 

 

রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:  গাজীপুরের শ্রীপুরে মাদক নিধনে পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি।
সোমবার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে আইনশৃঙ্খলা কমিটির এক মাসিক সভায় শ্রীপুর থানা পুলিশের এমন তৎপরতায় কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আকতারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, উপজেলা সহকারি কমশিনার (ভূমি) মো. মাসুম রেজা, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাফিজুর রহমান, মাওনা ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, বরমী ইউপির চেয়ারম্যান মো.সামসুল হক বাদল সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, রহমত আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.নূর নবী আকন্দ, শ্রীপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি মো.আবুবক্কর সিদ্দিক আকন্দ, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কবির সরকারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ।
সভায় বক্তারা বলেন, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো অবস্থানে আছে। চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড অনেক কমে গেছে। বিশেষ করে মাদক ব্যবসায়ীরা পুলিশের তৎপরতায় কেউ জেল খাটচ্ছে অথবা গাঁ ডাকা দিয়ে আছে। এতে যুব ও ছাত্র সমাজের জন্য সূফল ভয়ে আনবে।
এদিকে ইউএনও তাঁর বক্তব্যে বলেন, আমি সদ্য যোগ দিয়েছি আপনাদের মাঝে। আপনাদের সকল প্রকার সমস্যা আমাদের বলবেন। আমরা পুলিশ বাহিনীর সাহায্য নিয়ে তা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো। বাল্য বিবাহের বিষয়ে তিনি আরো বলেন, এটি একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি দূর করতে বাল্য বিবাহ বন্ধে তিনি যুদ্ধঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *