রেড আর্মি জুনিয়র স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

Slider বরিশাল

17274888_399764340380004_446556729_n

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বরিশাল বিভাগীয় ব্যুরোচীফ : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রেড আর্মি জুনিয়র স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরন শনিবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বাবু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন ও প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যথাক্রমে প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বরিশাল বিভাগীয় ব্যুরোচীফ, দৈনিক গ্রাম বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডট কম, প্রবীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রাক্তন মাধ্যমিক স্কুল শিক্ষক শৈলেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সভাপতি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, রাজাপুর উপজেলা শাখা, অধ্যাপক সাইদুর রহমান রোমান, অর্থ সসম্পাদক , বাংলাদেশ নদী পরিব্রাজক দল বরিশালবিভাগ প্রমুখ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অত্যন্ত নিবেদিত এবং শিক্ষাদানের মহান ব্রতে উজ্জীবিত। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার সুদক্ষ পরিচালনায় এই আদর্শ শিশু শিক্ষা বিদ্যালয়টি রাজাপুরে ইতোমধ্যে প্রশংসার সর্বোচ্চ আসনে পৌছে যেতে অগ্রসর হচ্ছে। শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ যদি বিদ্যালয়টির দিকে সুদৃষ্টি রাখেন এবং সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন তাহলে বিদ্যালয় টি শিশু শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এর সফলতা বয়ে আনবে এ কথা নিঃসন্দেহ। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাবু মৃধা তার সমাপনী বক্তব্যে বলেন, আমি আমার জীবনকে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের কল্যানে উৎসর্গ করেছি। এই শিশুরা জাতীর ভবিষ্যৎ, কাজেই এদের মাঝে আলো জ্বালতে পারলে সমাজ আলোকিত হবে, আলোকিত হবে দেশ ও জাতি। তিনি অতিথিবৃন্দ ও অভিভাবক অভিভাবিকাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী ও সান্ত্বনা পুরস্কার প্রাপ্ত প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে ছিল খুশির ঝর্ণাধারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *