দৃষ্টির সীমানায় ————ড এ কে এম রিপন আনসারী

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সাহিত্য ও সাংস্কৃতি
17198502_1868332906747085_1734624322_n
দৃষ্টির সীমানায়
————ড এ কে এম রিপন আনসারী
দৃষ্টির সীমানায় রং শুধু লেগে যায়
রং ও মেখে যায়
চাও বা না চাও
শুধু রঙিন হয়ে যাও ।
আপদ বিপদ সবই দুর্গন্ধময়
ডাস্টবিনে আবর্জনা সুগন্ধ ছড়ায়
মানব মানবী উল্লাস আর উচ্ছাস করে
নীতির বাধন ভেঙে চুরমার ।
রঙিন চশমায় আলো নিভে যায়
প্রকৃতির সুর্য্যও হার মানতে চায়
মানবতা ধর্মদেবতা সবই যেন মিরাক্কেল
আসনে বসে শাসন শোসন করে নিজেকে ।
দেখে যাও দেখতে চাও
চাও বা না চাও উল্লাস অবধারিত
সুখ দুঃখ আনন্দ বেদনা
 উচ্ছাস আর যাতনা
সবই যেন সুভাষী ধর্ম
মানো মানি মানতে হবেই।
এ যেন এক ধ্বংসের হোলিখেলা
রক্ত পড়ুক রক্ত ঝরুক
তবুই যেন ক্ষয় নেই রক্তের
ভালো মন্দ যাই হোক সবই ভালো।
এটাই এখন সত্য 
জ্ঞানীরা বলে
অনিয়ম যখন নিয়ম হয়ে আসে
 নিয়ম তখন অনিয়মই হয়ে যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *