গণধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

Slider রংপুর

hand-arrist-atok (2)

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে এক গৃহবধূকে গণধর্ষণের দায়ে  চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৬ মার্চ) ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মির্জা মোহাম্মদ আইয়ুব আলী এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেনঃ ইসমাইল হোসেন (৩০), আরিফ হোসেন (২২), আলমগীর হোসেন (২০) ও ইউসুফ আলী (২০)। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আরিফ হোসেন পলাতক রয়েছেন।

মামলাসূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৮ জুন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উত্তর বোয়ালিয়া এলাকায় (বর্তমানে রুহিয়া থানার অন্তর্গত) এক গৃহবধূকে ধর্ষণ করে ঐ চার যুবক। পরে ঐ গৃহবধূ বাদী হয়ে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ মামলায় আসামিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক। এছাড়াও প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়।

রায় ঘোষণা শেষে গ্রেফতারকৃত আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *