আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সভা

Slider বরিশাল সামাজিক যোগাযোগ সঙ্গী

 

Photo Agailjhara

 

 

 

 

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :  বরিশালের আগৈলঝাড়া উপজেলাকে ‘মাদক ও সন্ত্রাসমুক্ত’ রাখার অঙ্গীকার নিয়ে রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে ‘মাদক ও সন্ত্রাসমুক্ত’ রাখার অঙ্গীকার সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার মন্ডল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম শামীম, এসআই শাহজালাল, শিক্ষক জাহিদ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য অরুণ চন্দ্র বালা, রাজিহার ইউপি সদস্য সঞ্জয় রায়, রিপন সরদার, ছাত্রলীগ নেতা সাধন হালদার, স্থানীয় আ. রব হাওলাদার, শিক্ষার্থী অমিত বালা, তারিন আক্তার প্রমুখ।
ওসি মো. মনিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিজ নিজ এলাকা থেকে প্রতিহত করতে হবে এবং তাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে। তাহলেই আগৈলঝাড়া উপজেলাকে অতিদ্রুত মাদকমুক্ত করা যাবে। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব না। এদের প্রতিহত করতে সবাইকে এগিয়ে এসে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। এর আগে ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদ হলরুমে ‘মাদক ও সন্ত্রাসমুক্ত’ রাখার অঙ্গীকার ব্যক্ত করে সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, অব: শিক্ষক তারক চন্দ্র দে, সমাজসেবক মোহাম্মদ আলী আকন, প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার, সাধারণ সম্পাদক এসএম শামীম, এসআই এনামুল হক, গৈলা ইউপি সদস্য সবুজ বেপারী, মশিউর রহমান সরদারসহ উপস্থিত স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা মাদকসেবী ও বিক্রেতাদের নাম লিখে গোপনে থানায় জমা দেয়ার জন্য উপস্থিত সবাইকে অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *