গাজীপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ গুলি, বোমা বিস্ফোরন, গুলিবিদ্ধ সহ আহত-৩০

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

 

1454919_10203815645486337_1709919429067557033_n
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ ২৪.কম
গাজীপুর অফিস: কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ গুলি ও বোমার বিস্ফোরন হয়েছে। এতে ৪জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পুলিশ ৪জনকে আটক করেছে।

আটককৃতদের মধ্যে কাজী আজিমুদ্দিন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সোহেল রানা(৩০) এর নাম জানা গেছে।

প্রাথমিকভাবে গুলিবিদ্ধ পথচারী জোয়েনা বেগম(৩৫), বিজয় মিয়া(২৬), বিএনপি কর্মী গাজীপুর সিটি করপোরেশনের নারী কাউন্সিলর শিরিন চাকলাদার(৪৫), বিএনপি কমী রাশেদা আক্তার(২৫) জাহাঙ্গীর আলম(৩৫) ইউনুছ মিয়া(৩৪) গাজীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার বেলা ১২টার দিকে গাজীপুর শহরে বিএনপির কার্যালয়ের সামনে ও রাস্তায় ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা বিএনপি দলীয় কার্যালয়ে সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশ মিছিল লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। বিএনপির কর্মীরা মিছিল থেকে একাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর শুরু হয় সংঘর্ষ। প্রায় আধা ঘন্টাব্যাপী চলমান সংঘর্ষে ৪পুলিশ ও এক নারী সহ ৬গুলিবিদ্ধ হয়। ওই ঘটনায় আহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে। সংঘর্ষের পর আহতদের গাজীপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বেলা সাড়ে ১২টায় এই রিপোর্ট লেখার সময় গাজীপুর শহর ফাঁকা রয়েছে। রাস্তায় পুলিশের জলকামান ও টহল গাড়ি সাইরেন বাজিয়ে ঘুরা ফেরা করছে।

মিছিলের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসেনর উপদেষ্টা ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান, জাতীয়তাবাদী শ্রমিক দলের গাজীপুর জেলার সভাপতি সালাউদ্দিন সরকার, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি আহাম্মদ আলী রুশদী ও কাউন্সিলর মাহবুবুর রশিদ খান শিপু প্রমূখ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *