সন্তানদের বিচলিত না হওয়ার পরামর্শ কামারুজ্জামানের

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

 

48769_f2
গ্রাম বাংলা ডেস্ক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান তার সন্তান ও পরিবারের সদস্যদের বিচলিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

আজ সকালে পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার সাথে দেখা করতে গেলে এই পরামর্শ দেন কামারুজ্জামান।

কারাগার থেকে বের হয়ে তার বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী জেলগেটে সাংবাদিকদের একথা জানান। এটি তাদের নিয়মিত সাক্ষাৎ বলে জানান তিনি।

হাসান ইকবাল বলেন, ‘বাবা বিচলিত নন। বাবা বলেছেন, আমার মৃত্যু হতে পারে কিন্তু আমি যে আদর্শে বিশ্বাস করি সে আদর্শ যুগ যুগ ধরে এ দেশে বেঁচে থাকবে। বাবা মাকে বলেছেন, তিনি যে আদর্শের আন্দোলন করছেন, তার সন্তানদেরও যেন সেই আদর্শে গড়ে তোলা হয়। আর যে মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যার উপর প্রতিষ্ঠিত বলে তিনি জানিয়েছে।’

সকাল ১০টা ২০ মিনিটে স্ত্রী-সন্তানসহ পরিবারের ১০ সদস্য কামারুজ্জামানের সাথে দেখা করতে কারাগারে প্রবেশ করেন। এক ঘণ্টা পর ১১টা ২০ মিনিটে তারা কারাগার থেকে বের হয়ে আসনে।

হাসান ইকবাল আরো বলেন, পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পর রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হবে।

প্রাণভিক্ষার বিষয়ে গতকাল বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এটি চাওয়া না চাওয়া বাবার ব্যক্তিগত ইচ্ছা। এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *