গাজীপুরে গাড়ি ভাংচূর রাস্তায় আগুন আটক-৭

গ্রাম বাংলা

 

IMG_20141103_085627
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: জামায়াতে ইসলামীর ডাকা তৃতীয় দফা হরতালের শুরুতে রাস্তায় আগুন দিয়ে বিক্ষিপ্তভাবে গাড়ি ভাংচূর করেছে হরতাল সমর্থকেরা। এর আগে সারা জেলায় নাশকতার অভিযোগে ৭জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-গাজীপুর সড়কের তিন সড়ক এলাকায় হঠাৎ করে ঝটিকা অভিযান করে হরতাল সমর্থকেরা। এসময় তারা রাস্তায় কাঠ খঁড় দিয়ে আগুন ধরিয়ে দেয় ও বিক্ষিপ্তভাবে সড়কে চলমান যানবাহনের উপর আক্রমন চালায়। এতে বেশ কয়েকটি যানবাহনের গ্লাস ভেঙ্গে যায়। পরে পুলিশ গিয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার নবাগত পরিদর্শক(ডিআইও ওয়ান) মোঃ সিরাজুল ইসলাম জানান, গত রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৭জনকে আটক করা হয়েছে। হরতালে নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানান তিনি।

এদিকে হরতাল চলাকালে রাস্তায় যানবাহনের সংখ্যা প্রতিদিনের ন্যায় কম। দূরপাল্লার গাড়ি চলছে না। আঞ্চলিক পরিবহন স্বাভাবিকভাবে চলাচল করছে। রেলরুটে নিয়মিত ভাবে ট্রেন চলাচল করছে। দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খোলতে শুরু করেছে। অফিস আদালত ব্যাংক বীমায় উপস্থিতি বাড়ছে। শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *