শ্রীপুরে সাংবাদিক শিমুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

Slider গ্রাম বাংলা

মানববন্ধন

 

 

 

 

 

 

 

 

 

রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:  সিরাজগঞ্জে দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন করেছে শ্রীপুর প্রেসক্লাবসহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন।

রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

শ্রীপুরের কর্মসূচিতে কর্মরত বিভিন্ন পিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নিয়ে সাংবাদিক শিমুলের খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, অতীতে পেশাগত দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও অধিকাংশ ক্ষেত্রেই বিচার না হওয়ায় সন্ত্রাসী-দুর্বৃত্তরা বেপরোয়া হয়েছে।বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের মামলা, হামলা, নির্যাতন, হয়রানির শিকার হতে হয়। তারপরও সাংবাদিকরা দেশ, জাতি ও সমাজের অসংগতি, ত্রুটি, বিচ্যুতি তুলে ধরে মানুষের অভাব-অভিযোগের কথা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, শ্রীপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি আবুবক্কর সিদ্দিক আকন্দ সোহেল, সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ সুমন, দৈনিক সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন।

প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের পরিচালনায় মাববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আবদুল লতিফ মাস্টার, শাহীন আকন্দ, ফজলে মুমিন আকন্দ, কবির সরকার, বশির আহমেদ কাজল, রেজাউল করিম সোহাগ, হাফেজ আবদুল আজিজ, জামাল উদ্দিন, এমদাদুল হক, রাতুল মন্ডল, আরিফুল ইসলাম খান, মোশারফ হোসাইন তযু, রাজিবুল হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *