জেএমবির আইটিপ্রধানসহ গ্রেপ্তার ৪: র‍্যাব

Slider ফুলজান বিবির বাংলা

3df11f20cc59af6c39a5d14afacaf5e7-rab-logo

ঢাকা; রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাড়িতে আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আইটি শাখার প্রধানসহ চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র‍্যাব। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে র‍্যাবের ভাষ্য।
বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) জানিয়েছে, ঢাকা থেকে তারা নব্য জেএমবির চার সদস্যকে তারা গ্রেপ্তার করেছে।

এদের মধ্যে নব্য জেএমবির আইটি প্রধান রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।
বুধবার ভোরে যাত্রাবাড়ীর ধোলাইপার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান, এই জঙ্গিরা জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য। এদের মধ্যে বর্তমান আইটি শাখার প্রধান মোঃ আশফাক-ই-আজম আপেলও রয়েছে। তবে অন্যদের পরিচয় এখনো র‍্যাব জানায়নি।

তিনি জানান, এই জঙ্গিরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে তারা জানতে পেরেছেন। যাত্রাবাড়ীর একটি বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে ভোর রাত চারটার দিকে অভিযান শুরু করে র‍্যাব।

সুত্রঃ বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *