গাজীপুরে কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Slider গ্রাম বাংলা
 
16358902_1854475434811749_334508140_n
গাজীপুর অফিস; গাজীপুর শহরের চা-বাগানস্থ কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩১ জানুয়ারি মঙ্গলবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইফতেখার আহম্মেদ চৌধুরী। বিকালে কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মোঃ ওয়াজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহ্সান রাসেল, এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালনা এন এম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি মোঃ আতাউল্যাহ মন্ডল, ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আনিসুর রহমান আরিফ, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মোঃ শাহজাহান সাজু, গাজীপুর সিটি করপোরেশনের ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট আয়েশা আক্তার, জয়দেবপুর জকিস্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মাসুদ রানা এরশাদ প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুন্নাহার আক্তার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ফুল মিয়া, মোঃ আফসার উদ্দিন, ইঞ্জিনিয়ার মামুন সারোয়ার, কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ আমিনুল ইসলাম আকাশ, সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), সাংবাদিক মেহেদী হাসান বিপ্লব, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
ক্রীড়া উপস্থাপনায় ছিলেন কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও আফরোজা নার্গিস। দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানে ৩২ টি ইভেন্টে প্রায় দুই শতাধিক ছাত্রী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে আগত অভিভাবকদের জন্যও প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণ করার আগে প্রধান অতিথি বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের মনকে সতেজ ও প্রফুল্ল করে। সুস্থ মন, দেহ গঠনে ক্রীড়ার কোনো বিকল্প নেই । তাই প্রত্যেক ছাত্রীদের উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধূলা করা।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সুষম বন্টনের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যয় করছেন। এ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *