কাশিমপুর থেকে কাশেম আলীকে ঢাকায় স্থানান্তর

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

82046_mir-qasem

স্টাফ করেসপন্ডেন্ট

গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : রোববার রায় ঘোষনাকে সামনে রেখে যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত
জামায়াতের কেন্দ্রিয় সূরা সদস্য মীর কাশেম আলীকে কাশিমপুর কারাগারের
ডিভিশন সেল থেকে ঢাকা কেন্দ্রিয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার ১২টা ১০ মিনিটে প্রিজনভ্যানটি কাশিমপুর কারাগার এলাকা ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

সর্বশেষ চলতি বছরের ১ এপ্রিল কাশেম আলীকে কাশিমপুর কারাগারে আনা হয়।
কারাগারে তিনি ডিভিশন প্রাপ্ত হাজতী হিসেবে ডিভিশন ভবনে বন্দি ছিলেন।

ঢাকা কেন্দ্রিয় কারাগার কাশিমপুর পার্ট-২ এর জেলার মুজিবর রহমান সংবাদের
সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার সকালে মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তার
বিরুদ্ধে আনীত ১৪টি অপরাধের মামলায় বিচারের রায় ঘোষনা করবেন। এটি মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের একাদশ রায়।

কারাসূত্র জানায়, ২০১৩ সালে ১৮ নভেম্বর মীর কাশেম অলীর বিরুদ্ধে
প্রসিকিউউশনের বিচারকাজ শুরু হয়। ১১ডিসেম্বর স্বাক্ষ্য গ্রহন শুরু হয়।
২০১৪ সালে সেপ্টেম্বর মাসে তাকে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী ১৪টি
অভিযোগে অভিযুক্ত করে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। ২০১৪ সালের ১ এপ্রিল
সর্বশেষ তাকে কাশিমপুরে আনা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *