বার্কিনা ফাসোর পার্লামেন্টে আগুন দিয়েছে জনতা

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

 

48144_i1

গ্রাম বাংলা: প্রেসিডেন্ট ব্লেইস ক্যাম্পাওরের শাসন দীর্ঘায়িত করার দাবিতে বার্কিনা ফাসোর পার্লামেন্টে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় দাউ দাউ করে জ্বলতে দেখা যায় পার্লামেন্ট ভবন। এর ভিতর আটকা পড়েছিলেন বেশ কিছু এমপি। ঘটনার সময় কালো ধোয়া ছেয়ে যায় রাজধানীর আকাশ। এ ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে একজন। বার্কিনা ফাসোতে ২৭ বছর ধরে ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট ব্লেইস ক্যাম্পাওরে। কিন্তু তার শাসনের অবসান ঘটাতে সেখানে নতুন নির্বাচনের পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনাকে বিতর্কিত আখ্যায়িত করে বিক্ষুব্ধ জনতা পার্লামেন্টে আগুন ধরিয়ে দেয়। এর মাধ্যমে প্রেসিডেন্টের শাসনকে দীর্ঘায়িত করার জন্য চাপ সৃষ্টি করা হয়। গতকাল হাজার হাজার মানুষ কঠোর নিরাপত্তা বেষ্টনি ভেদ করে পৌঁছে যায় রাজধানী ওগাদোগোতে পার্লামেন্টের ভিতরে। এ সময় তারা অফিস ভাঙচুর করে। গাড়িতে আগুন ধরিয়ে দেয়। জাতীয় টেলিভিশন সদর দফতরে হামলা করে। এক পর্যায়ে পার্লামেন্ট ভবনের ভাঙা জানালা দিয়ে আগুন ও ধোয়া ছড়িয়ে পড়ে আকাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *