দরোজা খুলে দেখো…নীলাঞ্জনা নীলা

Slider সাহিত্য ও সাংস্কৃতি

15977450_10210991704364956_1115307982418207904_n

 

 

 

 

 

 

 

 

দরোজা খুলে দেখো

……………নীলাঞ্জনা নীলা

এই দেখো কতো একা আমি!
গভীর অন্ধকারে ডুবে আছি, একটিবার চেয়ে দেখো।
খরস্রোতা নদীর জলে ভেসে যাচ্ছি খড়কুটোর মতো,
আমায় তুলে নাও তোমার পাড়ে।
পক্ষাঘাতগ্রস্থ আবেগ নিয়ে পড়ে আছি,
তুমি তোমার চোখের কপাট খুলে দেখো।
কথা দিচ্ছি লক্ষ্মী আর খুব বাধ্য মেয়ের মতো তোমার সব কথা শুনবো
তবু একটিবার তোমার বুকের দরোজা খোলো, অবহেলার কীলক সরিয়ে
এই যে, দেখো না এসে
শুদ্ধ চেতনা পাথরের মতো কিভাবে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে;
একেকটি রাত বিষণ্ণ-স্থবির হয়ে কাটিয়ে দিচ্ছে ঘুমের প্রহরগুলো
অথচ প্রায় রোজই আলো হৈ-চৈ করে ভোরকে জাগায়, সাজায়, হাসায়
তবুও শীত কাটছে না।
এতো ওলট-পালট সব তোমার জন্যে—
একটিবার তোমার বুকের দরোজা খোলো,
বারান্দায় দাঁড়িয়ে আছে বাসন্তীকা রোদ্দুরের ঝাঁপি খুলে—-

হ্যামিল্টন, কানাডা
১৫ জানুয়ারি, ২০১৭ ইং।

**ছবিটি আজ বিকেলেই তুলেছি। লেখাটির জন্ম এই ছবি থেকেই।**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *