শ্রীমঙ্গলে বিজিবি-জনতা সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

Slider সিলেট

47859_s

 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি;  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি-জনতার সংঘর্ষে গোটা শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিজিবির গুলিতে ৪ জন গুলিবিদ্ধসহ আহত হন ১০ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের অদূরে শায়েস্তাগঞ্জ-মিরপুর সড়কে বিজিবির একটি গাড়ির সঙ্গে একটি মাইক্রোবাসের ওভারটেকিংকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,  সন্ধ্যার দিকে ওভারটেকিংয়ের কারণে মাইক্রোচালককে মারধর করে বিজিবির সদস্যরা। এর প্রতিবাদে শহরে সংঘবদ্ধ হয়ে বিজিবির গাড়িতে হামলা চালায় মাইক্রোচালকরা। পরে শহরে তা-ব চালায় শতাধিক বিজিবি সদস্য। বিজিবির সদস্যরা লাঠিসোটা নিয়ে সশস্ত্র অবস্থায় শহরের ভানুগাছ সড়ক, কলেজ সড়ক, হবিগঞ্জ সড়ক, মৌলভীবাজার সড়ক, স্টেশন সড়ক ও ভানুগাছ সড়কের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত ভাঙচুর চালায়। এ সময় বিজিবির সদস্যরা এসব সড়কের দাঁড়িয়ে থাকা ট্রাক, লাইটেস, কার, মোটারসাইকেল ও সিএনজিসহ শতাধিক গাড়ি ভাঙচুর করে। বিজিবির অতর্কিতে গুলিতে আহত হয় ফার্মেসি ব্যবসায়ী পবিত্র পাল, ড্রাইভার শাহআলম, ব্যবসায়ী সুকুমার দাশ, মুরগি ব্যবসায়ী ইকবাল মিয়া। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বিজিবির মারধরে আহত হয় শ্রীমঙ্গল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন বিকাশ চন্দ্র দেব, আবদুন নুর, মো. কদ্দুস, রায়হান উদ্দিন, দুই বিজিবি সদস্য মো. মুমিনুল ইসলাম ও মো. আমজাদ। বিজিবির তা-বের প্রতিবাদে ব্যবসায়ী ও স্থানীয় জনতা সড়কে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে ৩-৪ প্লাটুন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *