স্বাধীন ও পক্ষপাতহীন নির্বাচন কমিশন দেখতে চায় ইইউ

Slider সারাদেশ

45605_eu

 

ঢাকা; সব দলের অংশগ্রহণে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে স্বাধীন, পক্ষপাতহীন, দল নিরপেক্ষ এবং উচ্চ যোগ্যতা সম্পন্ন একটি নির্বাচন কমিশন (ইসি) গঠনে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ’র সদরদপ্তর ব্রাসেলসে বাংলাদেশ-ইইউ সাব-গ্রুপের যৌথ বৈঠক (জয়েন্ট মিটিং) থেকে এ আহ্বান জানানো হয়। সু-শাসন ও মানবাধিকার বিষয়ক ইইউ সাব-গ্রুপের গত দু’দিনের আলোচনা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ফেব্রুয়ারীতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদপূর্ণ হচ্ছে। নতুন নির্র্বাচন কমিশন গঠনের জন্য প্রেসিডেন্ট আবদুল হামিদ দেশের সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সিরিজ আলোচনা করছেন। এরই মধ্যে সংসদের বাইরে থাকা বিরোধী দল বিএনপি এবং সরকার ও বিরোধী বেঞ্চে থাকা জাতীয় পার্টির সঙ্গে প্রেসিডেন্টের সংলাপ শেষ হয়েছে। গতকাল এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে প্রেসিডেন্টের আলোচনা হয়। সব মিলে প্রেসিডেন্টের সংলাপ চলাকালের ইইউ তরফে ওই আহ্বান এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *