মোঃ জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ নীলফামারীর ডিমলা উপজেলায় ১১ ডিসেম্বর রবিবার সকালে ব্যাপক আনন্দের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হলো ডিমলা হানাদার মুক্ত দিবস।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কর্যালয় চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্মৃতি অম্লান পাদ দেশে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম।
সভায় বক্তব্য রাখেন ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রেজানুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, খগাখড়িবাড়ী ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম কিবরিয়া, ডিমলা থানা অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন, সাবেক জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম (ড্রাইভার) প্রমূখ।
র্যালী ও সভাতে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবি, ১০ ইউনিয়নের মুক্তিযোদ্ধারা, সাংবাদিক সহ সর্বস্তরের সাধারন মানুষ অংশ গ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ-এর পরিচালনায় বক্তারা বলেন মহান স্বাধীনতাকে রক্ষার জন্য সকলকে আহব্বান জানান।