লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Slider ফুলজান বিবির বাংলা

15328309_1113966725339047_1710136986_n

এম এ কাহার বকুল;  লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে আসাদুজ্জামান (২২) নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন।

নিহত বাংলাদেশী আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের আবুল হোসেনের ছেলে।

আজ রোববার (১১ডিসেম্বর) সকালের দিকে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের বিওপি ক্যাম্পের ৯২৪/৮ নম্বর মেইন পিলারে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল ৫টার দিকে পতাকা বৈঠক হয়েছে।

বিজিবি ও এলাকাবাসী জানায়, ভোর সাড়ে ৪টার সময় উপজেলার ওই দুর্গাপুর সীমান্তের বিওপি ক্যাম্পের ৯২৪/৮ নম্বর মেইন পিলারের নিকট দিয়ে ৫ থেকে ৭ সদস্যের একটি দল গরু আনতে ভারতের ১০০ গজ ভিতরে প্রবেশ করে। এ সময় ভারতীয় কুচবিহার জেলার সিংগিমারী ক্যাম্পের বিএসএফ টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় অন্যন্যরা পালিয়ে গেলেও গুলিতে আসাদুজ্জামান ঘটনা স্থলেই মারা যায়। পরে লাশ টেনে হেঁচড়ে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

লালমনিরহাট ১৫ বিজিবি পক্ষে থেকে সীমান্তে বাংলাদেশী নিহত হওয়ার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে দু’দেশের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে পত্র প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *