ভারতীয় আগ্রাসন’ নিয়ে সর্বদলীয় বৈঠকে নওয়াজ শরীফ

Slider সারাবিশ্ব

34191_thumbs_nawaz

 

ঢাকা;  ‘ভারতীয় আগ্রাসন, কাশ্মীরে নৃশংসতা ও নিয়ন্ত্রণ রেখা’র পরিস্থিতি নিয়ে সর্বদলীয় পার্লামেন্টারি বৈঠক করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এ বৈঠকে সভাপতিত্বচ করছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন ডন। এক দফা এজেন্ডা নিয়ে এ বৈঠক আহ্বান করা হয়েছে। তাহলো বাকি বিশ্বের কাছে একটি পরিষ্কার বার্তা পৌঁছে দেয়া। সেই বার্তাটি হলোÑ নিয়ন্ত্রণ রেখায় আগ্রাসন ও ‘দখলীকৃত কাশ্মিরে’ নৃশংসতা চালাচ্ছে ভারত। এমনটাই মনে করছে পাকিস্তান সরকার।  এ বৈঠকে অন্য দলগুলোর সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। বৈঠক শুরু হওয়ার সময়কার ফুটেজে দেখা যায় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে যেসব বিরোধী দল ক্ষমতাচ্যুত করার প্রচারণা শুরু করেছিল সেসব দলের নেতারা সহ রাজনৈতিক দলগুলোর সিনিয়র নেতারা যোগ দিয়েছেন এতে। এতে ‘দখলীকৃত কাশ্মির’ ও নিয়ন্ত্রণ রেখার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে উপস্থিত নেতাদের জানান পাকিস্তানের পররাষ্ট্র সচিব ইজাজ আহমেদ চৌধুরী। কোনো বৈষম্য না রেখে পাকিস্তানের পার্লামেন্টে দুই কক্ষের সব রাজনৈতিক দলের প্রধানকে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। তবে এক্ষেত্রে শুধু ব্যত্যয় ঘটেছে একটি ক্ষেত্রে। তা হলো জাতীয় পরিষদে আওয়ামী মুসলিম লীগের সদস্য শেখ রশিদ আহমেদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র এক কর্মকর্তার মতে, বর্তমান সরকারের মেয়াদে এমন বৈঠকে এ ধরনের ব্যতিক্রম সব সময়ই করা হয়েছে। তবে সব কিছু বাদ রেখে দলীয় নেতারা যখন বৈঠকস্থলে গিয়ে উপস্থিত হন তখন তাদেরকে স্বাগত জানান নওয়াজ শরীফ। এ সময়ে তিনি তাদের সঙ্গে করমর্দন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *